মোটরচালিত প্যারাগ্লাইডারে করে বেসামরিক লোকজনের উপর মিয়ানমারের জান্তা সরকারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনাদোলুর এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উৎসবের দিনে বেসামরিক লোকজনের উপর মিয়ানমারের জান্তা সরকারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এবিষয়ে কথা বলেন।
তিনি বলেন, সোমবার রাতে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে বৌদ্ধদের একটি উৎসবে প্যারাগ্লাইডার দিয়ে সামরিক জান্তার বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর আমাদের কাছে এসেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার খবরে শঙ্কিত এবং জাতিসংঘ এধরণের হামলার নিন্দা জানাচ্ছে।
নতুন মাত্রায় মিয়ানমার জুড়ে বেসামরিক লোকজনের উপর জান্তা সরকারের হামলার ঢেউ আছড়ে পড়তে পারে এই আশঙ্কা প্রকাশ করে তিনি দেশটির সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত সোমবার (৬ অক্টোবর) ছিলো বার্মিজ চন্দ্র ক্যালেন্ডারের সপ্তম মাস থাদিঙ্গুতের পূর্ণিমা রাত্রি। এই দিনটিতে মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা আলোক উৎসব উদযাপন করে থাকে। এর অংশ হিসেবে সাগাইং অঞ্চলের চাউং-ইউ টাউনশিপের একটি গ্রামের লোকজন জান্তা সরকার বিরোধী মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির খবরে দেশটির সেনাবাহিনীর সরকার মোটরচালিত প্যারাগ্লাইডারে করে সেনা পাঠিয়ে বোমা হামলা চালায়।
হামলায় ৩২ জন নিহত ও ৫০ এর অধিক লোক আহত হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিলো।