ভারত দখলকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বান্দিপোরা জেলার আস্তেনগোরের বাসিন্দা ইব্রাহিম খানকে লক্ষ্য করে স্বাধীনতাকামীরা গুলি চালালে গুরুতর আহত হন। নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। শ্রীনগরের প্রধান শহর বোহরি কাদাল এলাকায় একজন কাশ্মীরি হিন্দুর মালিকানাধীন একটি মুদি দোকানে কাজ করতেন তিনি।
অন্যদিকে গত রোববার সন্ধ্যায় ২৯ বছর বয়সী এক পুলিশ কর্মকার্তাকে শ্রীনগরের কেন্দ্রস্থলে বাটামালু পাড়ায় তার বাড়ির বাইরে গুলি করা হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।