রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই: হামাস

গাজ্জা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে। তারা বলছে, আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।

এদিকে হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজ্জা যুদ্ধের সময় নিহত ইসরাইলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

এছাড়াও শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরাইল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

ইসরাইলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরাইল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

উল্লেখ্য, গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img