শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

টয়োটা অ্যালিয়ন, প্রিমিও’র উৎপাদন বন্ধ হচ্ছে

টয়োটা অ্যালিয়েন ও প্রিমিও ব্রান্ডের গাড়ির উৎপাদন বন্ধ হচ্ছে আগামী মার্চে।

বর্তমানে ২০১৫ সালের মডেলের অ্যালিয়ন গাড়ি ২৩ লাখ টাকা এবং প্রিমিও ২৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

২০২০ সালের মডেলের হলে দাম বেশি, ৪০-৪৯ লাখ টাকা পর্যন্ত। এ দুইটি ব্রান্ড জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে- যন্ত্রাংশের সহজলভ্যতা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যানড্ ডিলারস অ্যাসোসিয়েশন-বারভিডার সভাপতি আবদুল হক জানান, ২০২১ সালে টয়োটা অ্যালিয়ন ও প্রিমিও ব্রান্ডের গাড়ি আর উৎপাদন করবে না। এর পরিবর্তে ১৫০০, ১৮০০ ও ২০০০ সিসির হাইব্রিড গাড়ি আনতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, নতুন মডেলের গাড়ি আনলে দাম বাড়ে। তবে এটাও ঠিক যে পরিবর্তনের যেমন প্রয়োজন আছে তেমনি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। যাত্রী ও চালকের নিরাপত্তা, আরামদায় ভ্রমণ, উন্নত সুযোগ-সুবিধা, পরিবেশ সুরক্ষা, জ্বালানি ব্যয়, সরকারের ট্যাক্স, কস্ট অব ডুয়িং বিজনেস অনেক বিষয় কাজ করে একেকটি গাড়ির মডেল ব্যবসা সফল হতে। যদি প্রিমিও এবং অ্যালিয়েন গাড়ির সাপ্লাই কমে যায় এবং ডিমান্ড বেড়ে যায় তাহলে দাম বাড়বে। এটা সময়ই বলে দেবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img