মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত মকবুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর

spot_imgspot_img

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের (৪৩) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়।

নিহত মকবুলের বড় ভাই নূর হোসেন গণমাধ্যমকে বলেন, আমার ভাইয়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আমার ভাইয়ের লাশ হস্তান্তর করেছে। আমরা লাশ নিয়ে মিরপুরের কালশীতে জানাজা শেষে কবরস্থানে দাফন করব। গতকাল নয়া পল্টনে পুলিশের গুলিতে আমার ভাই নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরি বলেন, লাশটির ময়নাতদন্ত শেষ হয়েছে। লাশটি অ্যাম্বুলেন্সে করে মিরপুরে তার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে জানাজা শেষে কালশী কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img