শুক্রবার, জুন ১৩, ২০২৫

নির্বাচনে জালিয়াতির কথা শুধু বাংলাদেশে না, আমেরিকায়ও বলা হয় : ওবায়দুল কাদের

spot_imgspot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে কাজ করা কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের যেকোনো ইস্যুতে অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ করবেন না। নির্বাচনে জালিয়াতি হয়েছে এই কথা শুধু বাংলাদেশে বলা হয় না, আমেরিকায়ও বলা হয়। সেখানে এখনো আরেকপক্ষ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করে যাচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় একথা বলেন সেতুমন্ত্রী।

আমেরিকার উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ। বাংলাদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন- নিজের দেশের কী অবস্থা। আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন। কারও ফরমায়েশ কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img