পল্টন থেকে গোলাপবাগে গিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, লাঠি নিয়ে আসলে ছাড় হবে না, খেলা হবে। আতঙ্কের কিছু নেই। আওয়ামী লীগ আগামীকাল (১০ ডিসেম্বর) সাভার চলে যাবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, জনগণকে বলবো আতঙ্কের কিছু নেই। বিএনপিকে কাল ঢাকায় রেখে আমরা চলে যাচ্ছি সাভারে। ঢাকা শহর কাল বিএনপিকে দিয়ে গেলাম। তিনি আরও বলেন, আমরা ক্ষমতা, আমরা কেনো অশান্তি চাইবো? আমরা ক্ষমতা, আমরা কেনো বিশৃঙ্খলা চাইবো?