শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

‘বর্তমান বিশ্বে আমি ও পুতিন ছাড়া আর কোন অভিজ্ঞ নেতা নেই’: দামেস্ক বিজয়ের পর বললেন এরদোগান

বর্তমান বিশ্বে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া আর কোন অভিজ্ঞ নেতা নেই বলে মন্তব্য করেছেন এরদোগান।

গতকাল রবিবার (৯ডিসেম্বর) মুসলিম যোদ্ধাদের দ্বারা সিরিয়া বিজয়ের পর পরই এমন মন্তব্য এসেছে এরদোগানের কাছ থেকে।

এরদোগান বলেন, “বর্তমান বিশ্বে শুধুমাত্র দুইজন (অভিজ্ঞ) নেতা রয়েছেন। তারা হলেন, আমি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।‌ এর‌ মধ্যে আমার নাম রয়েছে বলেই যে আমি এটা বলছি- বিষয়টি তেমন নয়। প্রকৃতপক্ষে, গত ২২ বছর ধরে‌ আমি‌ অফিসের কার্যক্রম পরিচালনা করছি। ‌আর ঠিক এরকম দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পুতিনের। বাকিরা অবসরে চলে গেছেন।‌ যদিও আমরা রাজনৈতিক আলোচনা এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। কারণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, জার্মানিতে চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের মৃত্যুর পরপরই সেখানের রাজনীতির অবসান ঘটে।”

এছাড়াও জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারের প্রতিও নিজের আন্তরিক শ্রদ্ধার কথা জানান এরদোগান।

সূত্র: টাস নিউজ এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img