বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় তারা।

দখলদার বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

এর আগে, লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলো দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার কথা জানায়। তবে সে সময় হামলার বিষয়ে আইডিএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এর প্রভাব পড়তে শুরু করে ইসরাইল-লেবানন সীমান্তেও। ওই সময় থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সীমান্তজুড়ে নিয়মিত গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

কিছুদিন আগে গাজ্জায় যুদ্ধবিরতি হলেও ইসরাইল-হিজবুল্লাহ সীমান্ত উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img