চলতি বছরের প্রথম নয় মাসেই আফগানিস্তান থেকে ৩ কোটি ডলারের বেশি মূল্যের জাফরান বিদেশে রপ্তানি হয়েছে। ইউরোপ, আমেরিকা, আরব অঞ্চলসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে ক্রমাগত চাহিদা বাড়ায় রপ্তানি আরও ত্বরান্বিত হচ্ছে বলে জানিয়েছেন হেরাত বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের কর্মকর্তারা। দেশের সবচেয়ে মানসম্পন্ন এই কৃষিপণ্য এখন আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের অন্যতম শক্তিশালী রপ্তানি ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিচ্ছে।
হেরাত বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের প্রথম নয় মাসে আফগানিস্তান থেকে প্রায় ৩ কোটি ৩৫ হাজার ডলার মূল্যের জাফরান আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটিএ।
হেরাত বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের নির্বাহী প্রধান মোহাম্মাদ ইউসুফ আমিন জানান, এ সময় মোট ২২ টন ১৩০ কিলোগ্রাম জাফরান বিদেশে পাঠানো হয়েছে এবং রপ্তানি কার্যক্রম এখনও চলছে। ইউরোপ, আমেরিকা, আরব দেশগুলো, পূর্ব ও দক্ষিণ এশিয়া এই অঞ্চলগুলোই আফগান জাফরানের প্রধান বাজার।
তিনি বলেন, আফগানিস্তানের জাফরান এখন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও সর্বাধিক বিক্রিত রপ্তানি পণ্য হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, চলতি বছরে হেরাতের মোট জাফরান উৎপাদন আনুমানিক ৪০ টন হবে বলে ধারণা করা হচ্ছে। উৎপাদিত জাফরানের প্যাকেজিং ও রপ্তানির প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
জাফরান চাষিরা বলেন, রপ্তানি বাড়ায় দেশীয় ব্যবসায়ীরাও ক্রয়মূল্য বৃদ্ধি করেছে। এতে কৃষকরা উৎসাহিত হচ্ছেন এবং আগামী বছর আরও বেশি জমিতে জাফরান চাষের পরিকল্পনা করছেন।
তথ্য অনুযায়ী, আফগানিস্তানের মোট জাফরানের ৯৫ শতাংশই হেরাত প্রদেশে উৎপাদিত হয়। অনন্য সুবাস, গাঢ় রং এবং আন্তর্জাতিক মানের কারণে আফগান জাফরান বহু দিন ধরে বিশ্ববাজারে স্বীকৃত ও স্থায়ী অবস্থান ধরে রেখেছে।
সূত্র: আরটিএ









