শুক্রবার, মে ৯, ২০২৫

বিদ্যুৎ সমস্যা যেন পিছু ছাড়ছে না সিলেটবাসীর

spot_imgspot_img

বিদ্যুৎ বিপর্যয়ের যন্ত্রণায় সিলেটের নাগরিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

সম্প্রতি দফায় দফায় লম্বা সময়ের জন্য বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে সিলেট শহর।

সর্বশেষ যান্ত্রিক ত্রুটির কারণে ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে সিলেট নগরের কয়েকটি এলাকা। এরফলে বিপাকে পড়েছেন নগরের এসব এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের (পিডিবি) সিলেট কার্যালয় জানিয়েছে, নগরের নয়সাড়ক ফিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। শনিবার এই ত্রুটি দেখা দিলেও তা চিহ্নিত করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে দীর্ঘসময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে এই ফিডের আওতাধীন এলাকা।

শনিবার সন্ধ্যা থেকে নগরের নয়াসড়ক, জেলরোড, বারুতখানা, পূর্ব জিন্দাবাজারসহ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

সেইসঙ্গে মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ার মতো সমস্যা বাড়তি ভোগান্তির কারণ হয়েছে নগরবাসীর জন্য।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img