বিক্ষোভে উত্তাল ইরানে সামরিক হামলার নির্দেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, ‘ইরান বড় বিপদে আছে। আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি যে এটি সম্ভব।’
শুক্রবার (৯ জানুয়ারি) এ কথা বলেন তিনি।
ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু না করলেই ভালো হবে, কারণ তাহলে আমরাও গুলি চালাবো।’
এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে।
তিনি আরো বলেন, ‘আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, কারণ এটি এখন খুবই বিপজ্জনক একটি জায়গা।’
সূত্র: আল-জাজিরা











