মঙ্গলবার, মে ১৩, ২০২৫

দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: কামরুল ইসলাম

spot_imgspot_img

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার সাভারের তেঁতুলঝোড়ায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার। অর্থনীতি এখনো অনেক ভালো অবস্থানে আছে। তবুও একটি গোষ্ঠী মিথ্যাচার করছে। তারা জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু তারা সফল হবে না।

তিনি বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেই অপচেষ্টা করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, অপশক্তিকে আর বরদাশত করা হবে না। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা উন্নয়নকে থামিয়ে দিতে চায়, তাদেরকে কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img