আওয়ামী লীগ গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায় কাশিয়াডাঙ্গা থানা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যাদের ওপর অত্যাচার করা ও জেলে ভরা হয়নি। বিএনপির অনেক নেতাকর্মী আছেন যাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারপরও ৫ আগস্টে শেখ হাসিনাকে বিদায় করার পরে এখনো বিএনপি ধৈর্য ধরে বসে আছে।