গাজ্জার দখল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার (৯ ফেব্রুয়ারি) গাজ্জা দখলের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করার পর এমন কথা বলেছেন হামাস নেতারা।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশেক টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে বলেন, গাজ্জা এমন কোনও সম্পত্তি নয় যা কেনা-বেচা করা যায়। এটি আমাদের ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবিলা করা ব্যর্থতার একটি রেসিপি। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে।









