সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

আইসিইউতে ব্যারিস্টার মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) আশঙ্কাজনক অবস্থায় বিকালে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমদের পাশে থাকা পরিবারের সদস্যের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গতকালের চেয়ে আজ কিছুটা ভালো আছেন। আইসিইউতে নেওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। এখন তিনি নড়াচড়া করতে পারছেন। তবে গতকালও তার অবস্থা সংকটাপন্ন ছিল

মঙ্গলবার মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে বলেন, স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে, যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। আইসিইউতে নিয়ে উনার কিডনি ডায়ালাইসিসও শুরু করার কথা রয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img