বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে তুরষ্কে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে তুরষ্কে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়নের বেশি অনুমান করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ মার্চ) জাতিসংঘ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়। ‌

বিবৃতিতে বলা হয়েছে, এটা পরিষ্কার যে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে শুধুমাত্র ক্ষতির পরিমাণই হবে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।

যদিও গত সপ্তাহে বিশ্বব্যাংক এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, ভয়াবহ এ ভূমিকম্প তুরস্কের ৩৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের ক্ষতি হয়েছে। পুনরুদ্ধার খরচ সহ হিসাব করলে পরিমাণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে৷

এ সম্পর্কে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মকর্তা লুইসা ভিনটন বলেন, “ইউএনডিপি, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তুরস্কের সরকার অনেক বেশি ক্ষতির হিসাব করেছে। পুনরুদ্ধারের খরচ, পরিবেশগতভাবে উন্নত ও টেকসই অবকাঠামো নির্মাণের আর্থিক হিসাব-নিকাশ করলে অবশ্যই এই পরিমাণ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারীতে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ৪৫ হাজার ও প্রতিবেশী দেশ সিরিয়ায় প্রায় ৫ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

সূত্র: পিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ