চট্টগ্রামের প্রখ্যাত ওয়ায়েজ, আলেম ও মুফাসসির মাওলানা ক্বারী ইসহাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় পটিয়া উপজেলার খরণা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম ক্বারী ইসহাক পাঁচ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য শিষ্য রেখে গেছেন।
র
বুধবার দিবাগত রাত ১০টায় পটিয়া খরণা ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে তাঁর ছোট সাহেবজাদা মাওলানা জাহেদ উল্লাহর ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন চন্দনাইশ বশরতনগর মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ, পটিয়া কৈয়গ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হালিম রশিদী, খরণা ইসলামিক মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমেদ, চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার সভাপতি মাওলানা সাঈদুল হক, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মুফতী হুমায়ুন কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ প্রমুখ।
মাওলানা ক্বারী ইসহাক রহ. এর নাততি জামাতা মাওলানা ওবাইদুল্লাহ জানান, মরহুম মাওলানা ক্বারী ইসহাক রহ. সারাজীবন ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনের কাজ করে গেছেন। আশি ও নব্বইয়ের দশক থেকে চট্টগ্রামের যে কোন মাহফিলে তিনি বয়ান করতেন। ঐ সময় তাকে ছাড়া চট্টগ্রামে মাহফিল হতো না। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।