শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান শরিয়ার নীতিমালার লঙ্ঘন : মিশরের গ্র্যান্ড মুফতী

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষাপটে কাতারভিত্তিক আন্তর্জাতিক মুসলিম আলেম সংগঠন (আইইউএমএস) ফতোয়া দিয়েছিলেন যে, ইসরাইলের বিরুদ্ধে প্রত্যেক সক্ষম মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ। সে ফতোয়াকে দায়িত্বজ্ঞানহীন ও শরিয়ার নীতিমালার লঙ্ঘন বল দাবি করেছেন মিশরের গ্র্যান্ড মুফতী নজির আয়াদ।

বুধবার (৯ এপ্রিল) মিডল ইষ্ট আইকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

আইইউএমএস-এর দেয়া ফতোয়ায় বলা হয়, প্রতিটি সক্ষম মুসলমানের উপর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। মুসলিম দেশগুলোর উচিত অবিলম্বে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ করে এই গণহত্যা বন্ধ করা। একইসঙ্গে ইসরাইলের ওপর পূর্ণ অবরোধ আরোপেরও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নজির আয়াদ বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে (জিহাদের ফতোয়া) কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ফতোয়া দেওয়া শরিয়ার মূলনীতি ও উচ্চতর উদ্দেশ্যের পরিপন্থি।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সমাজের নিরাপত্তা ও মুসলিম রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থে হতে হবে, এমন কোনো বেপরোয়া কর্মসূচির অংশ নয়, যা আরও ধ্বংস ডেকে আনবে।

তিনি আরও বলেন, জিহাদের ঘোষণা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের। একটি জাতির সামর্থ্য, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করে জিহাদের ডাক দেওয়া নিঃসন্দেহে এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img