সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি (এম্পটি কোয়ার্টার) অঞ্চলে নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।
বুধবার (৯ এপ্রিল) এ ঘোষণা দেন জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ।
জ্বালানিমন্ত্রী জানান, নতুন এই খনিগুলোর মধ্যে রয়েছে, ৬টি তেলের খনি, ২টি তেলের রিজার্ভার, ২টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, ৪টি গ্যাস রিজার্ভার।
তিনি বলেন, জাবু এলাকায় আবিষ্কৃত নতুন তেল খনিটি বেশ আশাব্যঞ্জক। এখানে জাবু-১ কূপ থেকে প্রতিদিন প্রায় ৮০০ ব্যারেল হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে, যা সৌদি আরবের তেল উৎপাদনকে আরও বেগবান করবে। সায়াহিদ খনি থেকেও সায়াহিদ-২ কূপ থেকে প্রতিদিন ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব।
তিনি আরও বলেন, আইফান-২ কূপ থেকে প্রতিদিন ২,৮৪০ ব্যারেল তেল এবং প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হচ্ছে। এই নতুন গ্যাস ক্ষেত্রের মাধ্যমে সৌদি আরব তার শক্তি রিজার্ভ আরও বর্ধিত করবে, যা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
সূত্র: আরব নিউজ