বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

আল আকসায় আজকের ইসরাইলী তাণ্ডবে এখন পর্যন্ত আহত ৩০৫

ইনসাফ | নাহিয়ান হাসান


ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসীরা যেনো ফিলিস্তিন রক্তের গন্ধে উন্মাতাল! পবিত্র আল আকসায় স্বাধীনচেতা ফিলিস্তিনি মুসলিমদের উপর লাগাতার তৃতীয় দিনের মতো রাবার কোটেড বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড হামলার ঘটনা ঘটলো।

আজ সোমবার (১০ মে) পবিত্র আল আকসায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী সেনাদের হামলায় এখন পর্যন্ত ৩ শতাধিক ফিলিস্তিনি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টের তথ্যমতে, পূর্ব জেরুসালেমের আল আকসা প্রাঙ্গণ ও ওল্ড সিটির আশপাশ থেকে মোট ৩০৫ জন ফিলিস্তিনিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ৩জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ২২৮ জনকে দখলকৃত পূর্ব জেরুসালেমের ৩টি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, তারা সকলেই ওই স্থানগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনাদের হামলায় আহত হোন।

তাছাড়া ইসরাইলী পুলিশ দাবী করছে, এখন পর্যন্ত তাদের ২১ জন অফিসার আহত হয়েছে।

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের জেরুসালেম দিবস উপলক্ষে প্রতিবছর তাদের পূর্বপরিকল্পনা থাকে দখলকৃত ফিলিস্তিনের মূল প্রাণকেন্দ্র পবিত্র কুদস বা পূর্ব জেরুসালেমের মধ্য দিয়ে পতাকা হাতে ইহুদি জাতীয়তাবাদী পদযাত্রা কার্যক্রম।

এই পদযাত্রায় সাধারণত উগ্র ইহুদিবাদী যুবকরা অংশগ্রহণ করে থাকে, যারা পদযাত্রাকালীন সহিংসতার জন্য ফিলিস্তিনিদের চরম উসকানি দিয়ে থাকে।

মে মাসের ১০ তারিখকে জেরুসালেম দিবস হিসাবে নির্ধারণ করে পতাকা হাতে ইহুদি জাতীয়তাবাদী পদযাত্রার মাধ্যমে তারা বার্তা দিতে চায় যে, ১৯৬৭ সালের ১০ মে’র আগে পবিত্র কুদস বা পূর্ব জেরুসালেম দখলকৃত ছিলো। যা পরবর্তীতে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল নিজেদের দখলে আনতে সমর্থ হয়।

তবে তাদের জেরুসালেম দিবস ও দিবস উপলক্ষে কর্মসূচি বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেই স্বীকৃত নয়।

জানা যায়, পূর্বপরিকল্পিত ইহুদি জাতীয়তাবাদী পদযাত্রাটি দখলকৃত পূর্ব জেরুসালেমের মধ্য দিয়ে যেতে লাগলে আজকের সহিংসতার সূত্রপাত ঘটায় উগ্র ইহুদিবাদী ইসরাইলী ও তাদের সন্ত্রাসী সেনারা।

সূত্র: আল জাজিরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img