বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

জিরি মাদরাসায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

মাহবুবুল মান্নান


প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মানুষের মাঝে নেমে আসছে চরম দুর্ভোগ। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষ। এই চরম অসহনীয় অবস্থা থেকে রক্ষা পেতে চট্টগ্রামের জামিয়া আরাবিয়া জিরি মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইসতিসকা(বৃষ্টি জন্য প্রার্থনা নামাজ)।

বুধবার (১০ মে) সকাল নয়টায় জিরি মাদরাসার মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন মাদরাসার ছাত্র, শিক্ষকসহ শত শত গ্রামবাসী।

নামাজে ইমামতি করেন জিরি মাদরাসার মুহাদ্দিস মুফতী শহিদুল্লাহ দৌলতপুরী। নামাজ শেষে তিনি অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। জনজীবনে অস্থিরতা বিরাজ করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলে একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

তিনি সবাইকে আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করার জন্য বিশেষ অনুরোধ করেন ও উপস্থিত সবাইকে মোবারকবাদ জানান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img