বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কুমিল্লায় তীব্র তাপদাহ; লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বারান্দায় ক্লাস করছে শিশুরা

কুমিল্লায় তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে নগর ও গ্রামের জনজীবন। অসহ্য ও অসহনীয় গরমে চলছে লোডশেডিংও। এই অবস্থায় কিছুটা স্বস্তি পেতে বাতাসের আশায় বারান্দায় ক্লাস করছে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আশারকোটা জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা।

বুধবার (১০ মে) বেলা ১১টায় মাদরাসার বারান্দায় শিক্ষার্থীদের লেখাপড়া করতে দেখা যায়।

এসময় মাদরাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান ইনসাফকে বলেন, কুমিল্লায় এতো গরম আগে কখনো দেখিনি। এবারের তাপমাত্রা একেবারে অসহনীয়। এই অবস্থায়ও ছোট ছোট বাচ্চাদের পাঠদান দিতে হচ্ছে।

তিনি বলেন, তীব্র গরমে বিদ্যুৎ থাকলে কিছুটা স্বস্তি মিলে কিন্তু বারবার লোডশেডিং হচ্ছে। তাই শিক্ষার্থীরা অতিষ্ঠ। এজন্য তাদেরকে বারান্দায় পাঠদানের বিকল্প দেখছিনা। এভাবে লোডশেডিং চলতে থাকলে তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আমরা প্রশাসনের প্রতি আবেদন জানাবো, অন্তত ক্লাস টাইম যেন বিদ্যুৎ পরিপূর্ণ দেয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও গরম অনুভূত হয়েছে এর চেয়ে কয়েক ডিগ্রি বেশি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img