শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে কোনো দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ঈদুল আযহা

আফগানিস্তানে তিন দিনের ঈদুল আযহার ছুটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৯ জুন) মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন ক্বানি এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশ বাহিনীর নিরলস প্রচেষ্টা, সুচিন্তিত পরিকল্পনা এবং জনগণের ব্যাপক সহযোগিতার ফলে আফগানিস্তান এক সুদৃঢ় নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।”

বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের প্রতিটি প্রদেশে ঈদুল আযহার নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এক শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের হুমকি, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সফলতার পেছনে মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনীর সুচিন্তিত পরিকল্পনা, সুশৃঙ্খল দায়িত্ব পালন এবং জনগণের সহযোগিতাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছে।

ঈদের সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। একইসঙ্গে মন্ত্রণালয় আফগান জনগণকে আহ্বান জানিয়েছে, ভবিষ্যতেও শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনের পাশে থাকতে।

বিবৃতিতে আরও বলা হয়, অবিচল নিরাপত্তা শুধু জননিরাপত্তার জন্য নয়, বরং জাতীয় ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী অগ্রগতির জন্যও অপরিহার্য।

এই বিবৃতি আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বাস্তবতা তুলে ধরে এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও স্পষ্টভাবে প্রতিফলিত করে।

সূত্র : আরটিএ ও আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ