শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন আফগান শিক্ষা উপমন্ত্রী, রাখবেন বক্তব্য

আফগানিস্তানের শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক উপমন্ত্রী মাওলানা সাখা উল্লাহ সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাশিয়ার তাতারিস্তানের রাজধানী কাজানে পৌঁছেছেন। তারা সেখানে অনুষ্ঠিতব্য “তৃতীয় আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী সম্মেলন”-এ আফগানিস্তানের পক্ষ থেকে অংশ নিচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারী আফগান প্রতিনিধিদলের প্রধান মাওলানা সাখা উল্লাহ সাঈদ আফগানিস্তানের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা, উন্নয়নের সুযোগ এবং মোকাবিলা করতে হওয়া চ্যালেঞ্জগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাবেন যাতে তারা আফগানিস্তানের শিক্ষাক্ষেত্রে গুণগত ও পরিমাণগত অগ্রগতিতে আরও সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্মেলনের পাশাপাশি আফগান প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তিগত বিনিময় ও যৌথ উদ্যোগের বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ