বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

‘বন্দুকযুদ্ধে’ আরসার শীর্ষ কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, ১৪ এপিবিএনের আওতাধীন ক্যাম্প ১৭-তে আরসা এবং পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ কমান্ডার হুসেন মাঝি নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি আরও জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img