শুক্রবার, মে ৯, ২০২৫

ভারতে মুসলিম নারীকে যৌন হেনস্থা: হিন্দু যুবক আটক

spot_imgspot_img

ভারতের উত্তরপ্রদেশে রাস্তা দিয়ে যাওয়ার সময় যৌন হেনস্থার শিকার হয়েছেন বোরকা পরিহিতা এক মুসলিম নারী। এ ঘটনায় হিন্দু ধর্মের অনুসারী বিশাল ঠাকুর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত সোমবার (৮ জুলাই) সিসি ক্যামেরাতে এই দৃশ্যটি ধরা পড়ে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই ৪৫ বছর বয়সী ঠাকুরকে গ্রেফতার করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত করা হচ্ছে ও অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশ যেন নারীদের জন্য এক আতঙ্কের নাম। ভারতীয় নারীদের জন্য ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’ (এনসিডাব্লিউ) এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে নারীদের বিরুদ্ধে সংগঠিত ২৮ হাজার ৮০০ টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৫৫ শতাংশই ছিল উত্তরপ্রদেশের।

সূত্র: মুসলিম মিরর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img