বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

আবারও ভারতীয় প্রশাসনের দখলে এক কাশ্মীরীর কৃষি জমি

আবারও এক কাশ্মীরীর কৃষি জমি দখলে নিয়েছে দখলকৃত জম্মু-কাশ্মীরে নিযুক্ত ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন।

বুধবার (৯ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক কাশ্মীরীর কৃষি জমি দখলে নিয়েছে দখলকৃত জম্মু-কাশ্মীরে নিযুক্ত দিল্লির দখলদার সরকারের প্রশাসন।

পীর মহল্লা চান্দিগামের লোলাব এলাকার বাসিন্দা গোলাম রসুল শাহ নামের এক কাশ্মীরীর ৫ কানাল ও ৩ মারলা পরিমাণ কৃষি জমি দখলে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রশাসনের পক্ষ থেকে দাবী করা হয়, অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন ‘ইউপিএর’ আওতায় গোলাম রসুলের জমিটি জব্দ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর থেকে ভারতীয় বিজেপি সরকার কাশ্মীরীদের ঘরবাড়ি ও জমি কেড়ে নেওয়ার অভিযান আরো জোরদার করেছে। কাশ্মীরের জনগণকে অর্থনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে এই নীতি অবলম্বন করে যাচ্ছে।

উল্লেখ্য, কানাল ও মারলা ভারত, পাকিস্তান, পাঞ্জাব ও কাশ্মীরের জমি পরিমাপের ঐতিহ্যবাহী একক। ১ কানালে ২০ মারলা ধরা হয়ে থাকে। এলাকা ভেদে এর পরিমাপের তারতম্য রয়েছে। তবে পাকিস্তানি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি মারলায় ২৭২.২৫ বর্গফুট হয়ে থাকে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img