আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান বিল বার্নস আজ (মঙ্গলবার) ইহুদিবাদী ইসরাইল সফরে যাচ্ছেন।
এ সফরে তিনি ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া-সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সঙ্গে বৈঠক করবেন। খবর পার্সটুদে’র।
সিআইএ প্রধান আজ পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পৌঁছাবেন বলে কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএ’র পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটিই তার প্রথম ইসরাইল সফর।
এই সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও সিআইএ প্রধান সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।