শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

তালেবানের শাসনে চার বছর: কী বলছেন নাগরিকরা?

প্রায় চার বছর আগে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানকে দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি পূর্ণ স্বাধীন ও ইসলামি শাসন প্রতিষ্ঠা করে তেলাবানের নেতৃত্বাধীন সরকার।

গত চার বছরে ইমারাতে ইসলামিয়া বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ও সাফল্য অর্জন করেছে। দেশের নাগরিকরা এসব কর্মতৎপরতা ও সাফল্যের প্রশংসা করে বলছেন, পুনঃক্ষমতায়নের পর তারা আবারও স্বস্তির নিশ্বাস ফেলতে পেরেছেন।

মাইদান ওয়ারদাক প্রদেশের বাসিন্দা শায়েস্তা গুল বলেন, “ইমারাতে ইসলামিয়া পুনঃক্ষমতায়নের পর জনগণের জন্য শান্তিপূর্ণ জীবনের পরিবেশ তৈরি হয়েছে এবং বহু ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।”

উরুজগান প্রদেশের বাসিন্দা আবদুল্লাহ শাকুর বলেন, “১৫ আগস্ট স্বাধীনতার দিনের জন্য ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন।”

বাগলান প্রদেশের বাসিন্দা ক্বারি লুতফুল্লাহ বলেন, “১৫ আগস্ট ইমারাতে ইসলামিয়ার বিজয়ের পর দেশের ওপর আলো ছড়িয়ে পড়েছে; এটি ছিল আলোর সূচনা।”

চার বছর আগে ২০২১ সালের ৯ আগস্ট আল-ফাতাহ অভিযানের অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা সামাঙ্গান প্রদেশের কেন্দ্র আইবেক শহর জয় করেন। এর আগে ৬ আগস্ট ২০২১ তারিখে নিমরুজ প্রদেশ প্রথম প্রদেশ হিসেবে ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণে আসে।

এরপর ৭ আগস্ট ২০২১ জউজজান প্রদেশের কেন্দ্র শিবেরগান, ৮ আগস্ট ২০২১ কুন্দুজ, সার-ই-পুল ও তাখার এবং ৯ আগস্ট ২০২১ সামাঙ্গান প্রদেশের কেন্দ্র আইবেক শহর জয় করা হয়। বিজয়ের এই ধারা দ্রুত অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অবশেষে ১৫ আগস্ট ২০২১ রাজধানী কাবুলও বিজিত হয়। এর মাধ্যমে আফগানিস্তানে আবারও স্বাধীন ও শরিয়াভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয়।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img