নিজ উদ্যোগে একাধিক ধরনের ড্রোন তৈরি করে সাড়া জাগিয়েছেন আফগান তরুণ জিয়াউল হক। তিনি আফগানিস্তানের ফরাহ প্রদেশের বাসিন্দা। নিজের হাতের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে তিনি বেশ কয়েকটি ড্রোন নির্মাণ করেছেন।
ফরাহ প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের গণমাধ্যম শাখা জানিয়েছে, তরুণটির এই উদ্ভাবন ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফরাহ প্রদেশের গভর্নর মাওলানা গওসুদ্দিন রহবর তাকে সম্মাননা জানিয়েছেন।
গভর্নর তার এই উদ্ভাবন ও প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং আরও উৎসাহিত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সূত্র : হুরিয়াত রেডিও