শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

দেশের স্বাধীনতা রক্ষায় আফগান সরকার দৃঢ়প্রতিজ্ঞ : মাওলানা জবীহুল্লাহ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র ও ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ বলেছেন, সীমিত সম্পদ থাকলেও দৃঢ় ঈমানের শক্তিতে আফগানরা বিশ্ব পরাশক্তিকে পরাজিত করেছে। তিনি জানান, ইমারাতে ইসলামিয়া দেশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

মিল্লি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে  তিনি এসব কথা বলেন।

মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ বলেন, নিরাপত্তা খাতে সব ধরনের হুমকি দূর হয়েছে এবং বর্তমানে আফগানিস্তান ইসলামী আকীদায় সজ্জিত একটি সেনাবাহিনীর মালিক।

তিনি আরও বলেন, আফগানিস্তান বিভিন্ন ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করেছে এবং দেশে ভালোভাবে ইসলামী আইন কার্যকর হচ্ছে।

মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ পুনর্ব্যক্ত করেন, ইমারাতে ইসলামিয়া সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়।

এ সময় তিনি আশ্বস্ত করেন যে আফগান শরণার্থীদের সমস্যার যথাযথ সমাধান করা হচ্ছে এবং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, জোরপূর্বক শরণার্থী বহিষ্কার বন্ধ করতে এবং যাতে তারা স্বেচ্ছায় আফগানিস্তানে ফিরে আসতে পারে সেই সুযোগ দিতে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img