ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শহীদুল্লাহ হলেও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বিপুল ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন ৯৬৬ ভোট ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান ১৯৯ ভোট।
এ হলে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ১৪০ ভোট। এছাড়া বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৬ ভোট।
শহীদুল্লাহ হলের কেন্দ্রে ডাকসুর জিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট।
এ ছাড়া জিএস পদে এ হলে বাগছাসের আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট, আরাফাত চৌধুরী ৭৯ ও আল সাদী ভুঁইয়া পেয়েছেন ৮ ভোট।
এজিএস পদে শহীদুল্লাহ হলে ৮৪৪ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মহিউদ্দীন খান। তার কাছাকাছি রয়েছেন ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ। তিনি পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া তাহমিদ মুদাসসির ১২৯, আশরেফা ২১ এবং এ্যানি ১৬ ভোট পেয়েছেন।