রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

৪ হলের মোট ভোটে সাদিক কায়েম পেয়েছেন ৩৭২১, আবিদ ৯৪৪,

৪ হলের মোট ভোটে সাদিক কায়েম পেয়েছেন ৩৭২১, আবিদ ৯৪৪,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৪টি হলের ফল ঘোষণা হয়েছে। এই ভোটে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম)।

ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম সর্বমোট ৩৭২১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৯৪৪ ভোট।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। আর আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১টি ভোট।

কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ হলে পেয়েছেন ৪২৩ ভোট। আবিদুল সুফিয়া কামাল হল কেন্দ্রে চতুর্থ স্থানে রয়েছেন।

ফজলুল হক মুসলিম হলেও ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এ হলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১৮১টি ভোট পেয়েছেন।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলেও এগিয়ে সাদিক কায়েম। হলটিতে তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img