জগন্নাথ হলে আবিদের ভোট ১২৭৬, সাদিক কায়েম ১০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য হলে ভরাডুবি হলেও জগন্নাথ হলের ফলাফলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, এই হলে আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট, আর সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।
একই পদে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের ২১, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৭১ ও স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ২৭৮ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলে ডাকসু জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবির প্যানেলের ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট।
এছাড়া এই পদে বাকের মজুমদার ২৭, মেঘমল্লার বসু ১১৭০, আশিক ৭ এবং আরাফাত ১৬৯টি ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদল প্যানেলের মায়েদ পেয়েছেন ১১০৭ ভোট, ছাত্রশিবির প্যানেলের মহিউদ্দিন পেয়েছে মাত্র ৭ ভোট।