বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

কাতারে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান

কাতারের দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার তিবৃ নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় আফগানিস্তান।

বিবৃতিতে বলা হয়, দোহায় ইসলামি আন্দোলন হামাসের দপ্তরে দখলদার জায়োনিস্ট শাসন কর্তৃক হামলা চালানো হয়েছে, যার ফলে হামাসের কয়েকজন সদস্য শাহাদাত বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শহীদদের পরিবারবর্গ ও ফিলিস্তিনি মুজাহিদিনদের প্রতি সমবেদনা জানাই। শহীদদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি এবং তাঁদের পরিবারকে ধৈর্য দান করার জন্য দোয়া করি।

বিবৃতিতে আরও বলা হয়, কাতার রাষ্ট্রে আগ্রাসন চালানো এবং ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়কে হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই আমরা। আমরা এটিকে মানবিক মানদণ্ডের পরিপন্থী এক বর্বরোচিত কাজ বলে মনে করি।

এতে বলা হয়, দখলদার জায়োনিস্ট শাসন বারবার নির্দয়ভাবে মানবিক ও রাজনৈতিক নিয়ম ভেঙে অপরাধ করে যাচ্ছে। অথচ যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে পারত, তাদের নীরবতা খুবই দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে দখলদার জায়োনিস্ট শাসনের আগ্রাসন ও চলমান বর্বরতাকে থামানো হোক, রাষ্ট্রসমূহের সীমানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হোক এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর চলমান দুর্যোগ, বর্বরতা ও জুলুমের অবসান ঘটানো হোক।

বিবৃতিতে আরও আরও বলা হয়, আমরা আল্লাহ তা‘আলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন জায়োনিস্টদের জুলুমের কারণে তাদের কঠিন শাস্তি দেন এবং চরম পরাজয়ের মাধ্যমে তাদের ধ্বংস করেন, যাতে এটি বিশ্বের সব আগ্রাসীদের জন্য এক বড় শিক্ষা ও সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। আমিন, ইয়া রাব্বাল আলামিন।

সূত্র: আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img