বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

আ’লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির: মির্জা আব্বাস

নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।”

তিনি বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিল।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img