বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি: ভিপি সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। আপনাদের দায়িত্ব প্রশ্ন করা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েমের এই ফেসবুক পোস্টে অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানান।

আমজাদ হোসেন হৃদয় নামের একজন লিখেছেন, শুভেচ্ছা আপনাদের। অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব জায়গায় ডাকসুতে এই অর্জন আপনাদের শীর্ষে থাকবে। আশাকরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। একইসঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের নিয়েই কাজ করবেন।

মাকামে মাহমুদ লেখেন, আশা করি, ঢাবির শিক্ষার্থীরা তাদের নির্বাচিত ভিপিকে সর্বদা যেকোনো যৌক্তিক কাজে পাশে পাবে। আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।

মোবারক হোসাইন নামের আরেকজন লেখেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন ও সমালোচনা করেই যাব। আপনাদের শান্তি নেই। ইশতেহার কালেক্ট করে রাখছি, সামনে কঠিন ধরা দেব শিবির নেতাদের।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img