মঙ্গলবার | ১১ নভেম্বর | ২০২৫

বাংলাদেশকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো এবং বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হুমায়ুন কবিরসহ দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি ঘোড়া উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার প্রথম চালানের ২০টি ঘোড়া বাংলাদেশে প্রবেশ করে। ঘোড়া ও কুকুরগুলো সরাসরি সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img