ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানী বলেছেন, ইসরাইল যদি গাজ্জা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনি বাহিনী আবারও সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে।
রোববার (৯ নভেম্বর) হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় তিনি আরও বলেন, যদি শত্রুরা গাজ্জায় যুদ্ধ পুনরায় শুরু করে, আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব।
মাদানী জোর দিয়ে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যেকোনও মূল্যে তোমাদের সঙ্গে থাকবো।
অক্টোবর ২০২৩ থেকে গাজ্জা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেল আবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সূত্র: প্রেস টিভি









