সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশ করেছি, শান্তিপূর্ণভাবেই এই সরকারের পতন ঘটাবো। আজকে আমরা এখান থেকে খবর পেলাম— এই গণসমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছে। চারদিকে মানুষ আর মানুষ। এই সমাবেশ প্রমাণ করে— শেখ হাসিনার এক মূহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।
শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান বলেন, শেখ হাসিনা ভয় পেয়েছেন। তাই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছেন। আমাদের একজন কর্মীও নিহত হয়েছেন। এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় আমাদের ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে ১২ হাজার কর্মী গ্রেফতার করেছে। আজকে শেখ হাসিনা ভয় পেয়েছে। কারণ, জোর করে ভোট চুরি করে ক্ষমতায় আছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ধরে রাখতে পারবে না, খুব দ্রুতই খালেদা জিয়া বের হয়ে আসবেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি খুব দ্রুত ক্ষমতায় আসবে।