বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলে সাত জার্মান নাগরিক থাকার তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান রাষ্ট্রদূত।
রুডিগার লোটৎস বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বড় ইউরোপীয় ইউনিয়ন মিশন মোতায়েন করা হচ্ছে। জার্মানি এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক রাখবে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনে সাতজন জার্মান নাগরিক থাকবেন। তারা দীর্ঘমেয়াদে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, আমি মনে করি এ ধরনের আন্তর্জাতিক সমর্থন পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।









