তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসাত্মক ভূমিকম্পের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ৮৫ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, “আমরা তুরস্ককে সাহায্য করার বৈশ্বিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে গর্বিত, ঠিক যেভাবে তুরস্ক অতীতে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক উদ্ধার অভিযানে অবদান রেখেছিল।”
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ তহবিল থেকে খাদ্য, আশ্রয় ও জরুরী স্বাস্থ্য সেবা ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রদান করা হবে।
উল্লেখ্য; ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত শুধু তুরস্কেই নিহত হয়েছে ২০ হাজার ২১৩ জন। আর প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে তিন হাজার ৫০০ জন।
সূত্র: পিও