মঙ্গলবার, মে ১৩, ২০২৫

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

spot_imgspot_img

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতটি মোটরসাইকেলে আগুনসহ বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

কালিয়াহরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর সেখ বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ১০-১৫ জন হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উভয় পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img