ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সদস্য সহ ৫জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে কাবুলের একটি ব্যাংকের শাখায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের ৩জন বেসামরিক ছিলেন। বাকি ২ জন ছিলেন ব্যাংকের নিরাপত্তারক্ষী ও তালেবান সদস্য। এছাড়া এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রাদেশিক পুলিশ মুখপাত্র জুমাদিন খাকসার বলেন, হামলাকারী বিস্ফোরক ডিভাইসে বেষ্টিত ছিলো। ব্যাংকের কাছে সে নিজেকে বিস্ফোরিত করে। মূল হোতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করছি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২১ সালে আমেরিকা ও ন্যাটোকে পরাজিত করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে আইএস বা উগ্র খারেজী গোষ্ঠীর হামলার শিকার হয়ে আসছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার। যুদ্ধকালীন সময়ে দেশটিতে তাদের উপস্থিতি থাকলেও ক্ষমতা গ্রহণের পর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী এই উগ্র খারেজী গোষ্ঠীটির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে তাদের অবস্থান প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে ইমারাত প্রশাসন। কিন্তু আমেরিকা পন্থী পাক সেনাপ্রধান আসেম মুনির ও শাহবাজ সরকার প্রকাশ্য আফগান বিরোধিতা শুরু করলে একইসাথে পাকিস্তান ও আফগানিস্তানে গোষ্ঠীটির আত্মঘাতী হামলার ঘটনা ঘটতে শুরু করে। যার প্রেক্ষিতে সর্বশেষ আফগান শরণার্থী মন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রভাবশালী তালেবান নেতা ও হক্কানী নেটওয়ার্কের প্রধান খলিলুর রহমান হক্কানী শহীদ হোন।
সূত্র: আল জাজিরা