ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) নগরীর আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক এ এস এম খুরশীদ আলমের সভাপতিত্বে ও ডা. আবু সিদ্দীকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, নগর সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন কামালী, অধ্যাপক ইউশাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, যুব মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি আবু বকর সিদ্দিক আহাদ, খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মো. ইয়াহিয়া, ইসলামি ছাত্র মজলিস, চট্টগ্রাম মহানগর সভাপতি সামির উদ্দীন আল আমিন, বাকলিয়া থানা সভাপতি হাফেজ মো. শহীদুল্লাহ্, আল আমিন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।