শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ত্রাণকেন্দ্রে স্নাইপার ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ইসরাইল; নিহত আরও ৭০

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে অন্তত ৭০ জনকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি।

আজ বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। জাতিসংঘ বলছে, এখন দুর্ভিক্ষে পড়ার আশঙ্কায় রয়েছে গোটা গাজ্জা।

এদিকে মঙ্গলবার আবারও গাজ্জার কেন্দ্রীয় অংশে ইসরাইল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরের কাছে সামান্য খাবার সংগ্রহের জন্য আসা মানুষের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, এসব হামলা বিভিন্ন দিক থেকে চালানো হয়েছে। তারা বলছেন, ড্রোন, ট্যাংক ও স্নাইপার ব্যবহার করে এসব বিচ্ছিন্ন ত্রাণকেন্দ্রে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ