শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে: মাহমুদ আব্বাস

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য বেশ কিছু শর্ত উত্থাপন করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার মধ্যে প্রথম শর্তই হচ্ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনকে অস্ত্র ত্যাগ করতে হবে।

তিনি বলেন, হামাস আর গাজ্জা শাসন করতে পারবে না। তাদেরকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে (পশ্চিম তীরের সরকার) যাবতীয় অস্ত্র ও সামরিক সক্ষমতা সমর্পণ করতে হবে। পাশাপাশি গাজ্জায় বন্দি ইসরাইলি জিম্মিদের যত শিগগির সম্ভব মুক্তি দিতে হবে এবং হামাসকে গাজ্জার শাসন ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা মনে করি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেওয়া এক চিঠিতে এসব শর্ত উত্থাপন করেন তিনি। মঙ্গলবার (১০ জুন) ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্যালেস এ চিঠি প্রকাশ করেছে।

এক বিবৃতিতে মাহমুদ আব্বাসের চিঠির উত্তরে ফ্রান্স বলেছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই বাস্তব ও অভূতপূর্ব শর্তগুলোকে ফ্রান্স স্বাগত জানিয়েছে। ফ্রান্স মনে করে, দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য এসব শর্তপূরণ খুবই জরুরি।

উল্লেখ্য, আগামী সাপ্তাহে জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে একটি সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনের প্রধান এজেন্ডা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যৌথভাবে এ সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন। তার আগেই এ চিঠি দিলেন আব্বাস।

সূত্র: নিউইয়র্ক টাইমস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ