বুধবার | ১৬ জুলাই | ২০২৫

হেফাজত আমীরের সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করলেন মাওলানা ইউসুফী

spot_imgspot_img

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

বুধবার (১১ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতা ও আলেমে-দ্বীন। পাশাপাশি তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ও মেধাবী আলেমে-দ্বীন। তিনি উম্মুল মাদারিসখ্যাত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত ইলমী মার্কাজ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস, শিক্ষাপরিচালক। তিনি ইলমে-দ্বীনের বিস্তারে মূল্যবান খেদমত আঞ্জাম দেওয়ার সাথে সাথে ঈমান-আক্বিদা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। এজন্য তাঁর অনেক আত্মত্যাগও রয়েছে। তিনি বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা, উলামায়ে কেরাম ও তালেবে ইলমের জনপ্রিয় ও আস্থাবান নেতা। ইসলাম, দেশ ও জাতির স্বার্থে তাঁর নেতৃত্ব অনেক মূল্যবান।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, গতকাল পত্রিকায় দেখেছি, হেফাজত আমীরের চোখের অপারেশন হয়েছে। তিনি বহু আগে থেকে উচ্চমাত্রার ডায়াবেটিস রোগী। তাছাড়া বর্তমানে করোনা মহামারির প্রাদুর্ভাবের ফলে দেশব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করছি, তিনি যেন প্রতিথযশা এই আলেমে-দ্বীনকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করেন। এর সাথে দেশবাসীকেও করোনা মহামারিসহ সকল বিপদাপদ থেকে হেফাজত করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img