শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

আফগান নারীরা অধিকার পাচ্ছে, গাজ্জার নারীদের রক্ষা করুন; জাতিসংঘকে বলল তালেবান

আফগানিস্তানের আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার মন্ত্রণালয় আফগান নারীদের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ মন্তব্যকে ভিত্তিহীন ও বাস্তবতা-বহির্ভূত বলে প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছিল, আফগান নারীদের ওপর নজিরবিহীন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম খাইবার বলেন, আফগান নারীরা ইসলামী শরীয়তের কাঠামোর মধ্যে সব ধরনের শরীয়তসম্মত অধিকার ভোগ করছেন। তিনি বলেন, নারীদের সতীত্ব, সম্মান ও শরীয়তপ্রদত্ত অধিকার রক্ষা ইমারাতে ইসলামিয়ার অগ্রাধিকার।

মাওলানা খাইবার আরও জানান, জাতিসংঘের দাবি যে আফগান নারীদের ওপর নজিরবিহীন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, তা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। তিনি বলেন, যদি জাতিসংঘ নিজেকে নারীর অধিকার রক্ষাকারী মনে করে, তবে গাজ্জায় নারীদের ও শিশুদের ওপর জায়নিস্ট দখলদারদের চাপিয়ে দেওয়া বর্বরতা ও নৃশংসতা বন্ধ করা উচিত।

মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় নারীদের সম্মান, মর্যাদা, বৈধ অধিকার ও সুরক্ষাকে তাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব মনে করে। গত চার বছরে নারীদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img